গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি
দাড়াইয়ে রয়েছি দয়াল গুরু পার করবা নি ।
তুমি জগৎগুরু কল্পতরু আগমে নিগমে শুনি
প্রতিজ্ঞা তোমার পাতকী উদ্ধার করিতে অবনী ।
ধন্য নবদ্বীপ ধাম ধন্য সুরধনী
আমার নাহিকো প্রেমধন অতি অভাজন
সাধন ভজন না জানি ।।
নাহি নামে রুচি পাতকী অশুচি
পাছে কি হবে না জানি
তোমার পতিত পাবন নামের গুণে
অধম জেনে দয়া হবে নি ।।
নাহি সাধুসঙ্গ কৃষ্ণকথারঙ্গ
বিফলে যায় গো দিনযামিনী
তবু মনের আশা সদায় পিপাসা
শ্রীচরণ দুখানি ।।
শ্রীরাধারমণে ভনে কাঙাল পানে
ফিরিয়া চাইবায় নি ।।