রাধারমণ দত্ত রচিত গান নং ২১৭

গৌর প্রেমের এত জ্বালা সখি জানিনা গো আগে জানি না
সুরধনীর তীরে গৌরা নারীবধের ফান পাতিয়াছে
ঘাটে নামলে পরে পড়বে ফেরে আসতে পারবে না ।
তুষের অনল ঘইয়া জ্বলে মনের অনল দ্বিগুণ জ্বলে
আমার হিয়ার মধ্যে জ্বলছে অনল সইতে পারি না ।
ভাইবে রাধারমণ বলে প্রেম করিও না তোমরা সবে গো
আমি একজন মরছি প্রেমে তোরা মইরো না ।।