রাধারমণ দত্ত রচিত গান নং ৬১৯

চল কুঞ্জে যাই গো ধনী চল কুঞ্জে যাই
কুঞ্জে গেলে প্রাণনাথের দেখা কিবা পাই
চল চল এগো সখি ত্বরিত করিয়া
কুব্জা নারীর প্রেমে শ্যাম রইয়াছে ভুলিয়া
সারা নিশি পাত করলাম পন্থ পানে চাইয়া
এখনো না আইলো বন্ধু নিঠুর কালিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পরা কি আপনার হয় পিরীতের লাগিয়া ।।