রাধারমণ দত্ত রচিত গান নং ৩৩৮

ঐ শোন গো মোহন বাঁশি বাজায় শ্যামরায় ।।
মনোচোরায় বাজায় বাঁশি গৃহে থাকা দায় ।।
বাজিও নারে শ্যামের বাঁশি বারে বারে নিষেধ করি
শাশুড়ি ননদী ঘরে বাহির হওয়া দায় ।।
বাঁশিতে ভরিয়া মধু মজাইলা কূলবধূ
কূলনাশা কালিয়ার বাঁশি রে কূল মজায় ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
চল সজনী জলের ছলে সপিতাম পায় ।।