রাধারমণ দত্ত রচিত গান নং ৮০৮

আমার গৌর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন কলে।।
জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন কলে।।
আকাশেতে গাছের গোড়া জমিতে তার ডাল
ডাল ছাড়া পাতা, পাতা ছাড়া ফল রে কোন কলে।।
গাছের নাম চম্পকলতা রে পাতার নাম তার নীল
এক ডালে তার রসের খেলা আর ডালে তার প্রেম রে কোন কলে।।
ভাইবে রাধারমণ বলে শুনরে সাধুভাই
হাত নাই জনে পাড়ে ফল, মুখ নাই জনে খায় রে কোন কলে।।