রাধারমণ দত্ত রচিত গান নং ৫৬৭

খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান রে বন্ধু কইলে অপমান
খাইয়া গরল বিষ ত্যেজিমু পরান ।।
যারজির মতে বন্ধু থাকে এক এক মান
ঘরের বাইর করি তুই কইলে অপমান ।
পরান আকুলি সুরে বাঁশিয়ে দিলে সান
সেই সুরে কর্ণে প্রবেশি আকুল কইলো প্রাণ ।
পরাণ আকুল করতে ছাড়িয়া শুনো মান
রাধারমণ কুল ছাড়িয়া হইলো অপমান ।।