রাধারমণ দত্ত রচিত গান নং ৫৬০

আমার দিলচোরা বন্ধের দায় প্রাণি যায়
সই গো কি করি উপায় ।।
মনের আগুন দ্বিগুণ জ্বলে চলো যাই যমুনার জলে
গেলে জলে তনু জুড়ায়
আমার প্রাণবন্ধুরে আনিয়া দেখাও গো ।
সখি আমার বন্ধের বাতাস লাগুক গায় ।
যমুনাতে গেলাম রসে প্রাণবন্ধু দেখিবার আশে
তবু বন্ধের দেখা নাহি পাই
আমার কর্মদোষে হইছে দোষী আমি কান্দিয়া বলছি হায়রে হায়
ভাবিয়া রাধারমণ বলে কেন গো তুই প্রেম করিলে
এখন তোর কি হইতো উপায়
আমি প্রাণবন্ধুরে হৃদয়ে রাখতাম
আমি পাইলাম না কাল নন্দের দায় ।।