কুলের বাহির ও মুরলী করিয়াছো আমারে
কুল গেলো মান গেলোনা পাইলাম তোমারে ।।
নিরলে শ্যাম পাইলে বুঝাই কইয়ো তারে
আমি ও কুলটা আইছি সে যেন ভুলেনা মোরে ।
প্রভাতকালে কোকিলায় কুহু কুহু করে
শ্যামচাঁদ বাজায় বাঁশি রাধার নামটি ধরে ।।
ভাইবে রাধারমণ বলে প্রাণ ছটফট করে
কেগো দূতী ধরি দিতে পারবে শ্যাম বন্ধুয়া রে ।।