রাধারমণ দত্ত রচিত গান নং ৪৪৮

প্রাণে মরি সহচরী আমার উপায় কি বল ।
অবলা সরলা কুলের কুলবালা প্রেম করিয়া জ্বালা হইলো ।
পরার রমণী পরার পরাধিনী পরার লাগিয়া প্রাণ গেলো
কুলের গৌরব করে যারা কুল লইয়া থাক তোরা
কুল ধইয়া জল খাইও
কুলের মাথায় দিয়ে ছাই যদি কৃষ্ণের নাগাল পাই
শ্রীচরণের দাসী হয়ে রবো ।
বন্ধু যাবার আগে আমায় কীযে বলেছিলো বক্ষ আবরিনু জলে
আপনি কাঁদিয়া আমারে কাঁদাইয়া যাবার আগে প্রবোধিয়া গেলো ।
ভাইবে রাধারমণ বলে আমার অন্তিমকালে
প্রাণ থাকিতে দেখা দিও
তোমার চরণ বিনে অন্য আশা নাহি মনে
হৃদয় মাঝে উদয় হইয়ো ।