রাধারমণ দত্ত রচিত গান নং ৫৭০

বন্ধে পিরীত করি আইলো না
প্রাণ বন্ধুরে চউখে দেখলাম না ।।
আর দুধের মাঝে সর লনী ।
মাথার বিষে মইলাম আমি
পাড়ার লোকে বিশ্বাস কইলো না ।।
আর বাড়ির কাছায় ডাক্তার থইয়া
বন্ধে ঔষধ লইয়া আইলো না
ব দাদা, বন্ধে ঔষধ লইয়া আইলো না ।
আগে যে বাড়াইয়া প্রেম শেষে দেয় জ্বালা ।।
আর ভাইবে রাধারমণ বলে
পিরীত করি যেজন মরে
দুধের মাঝে ছাই মিশাইছে ।।