রাধারমণ দত্ত রচিত গান নং ৩৫২

কঠিন শ্যামের বাঁশিরে, ঘরের বার কইলে বাঁশি আমারে ।।
সঙ্গে করি নেওরে বাঁশি দাসী বানাই আমারে
সহেনা বিচ্ছেদ জ্বালা আর দিও না আমারে ।
এমন দরদি নাই বুক চিরি দেখাবো কারে
তোর যন্ত্রণায় ঘর ছাড়িয়া হইলাম জঙ্গলবাসীরে ।
কোথায় গেলে পাবো তারে ভাবি বসি নিরলে
একবার যদি পাইতাম শ্যামে মজিয়া রইতাম চরণে
ভাবিয়া রাধারমণ বলে শোন গো তোরা সকলে
পাইতাম যদি শ্যামের বাঁশি মজিয়া রইতাম চরণে ।