চির পরাধিনী নারীর গো মনে সুখ থাকেনা । আপনার সুখে সুখি জগত পরায় সুখ বুঝে না নারীর পরার আশে পরার বশে দুঃখে জীবন যাপনা । দিবস রজনী ঘরে গুরুর গঞ্জনা ।। নারীর দুর্লভ জনম পরার হাতে দুঃখে প্রাণ বাঁচেনা । পাইতে শ্যামের যুগল চরণ গোসাই রাধারমণের বাসনা ।।