রাধারমণ দত্ত রচিত গান নং ৫২১

শ্যামরুপ হেরিয়া আমার প্রাণ কান্দে গো কি হইলো বলিয়া ।।
অয়গো গৃহে রইতে নারি ধৈর্য্য গো ধরিয়া ।।
যখন যাই যমুনার জলে গো শ্যামরুপ হেরিবার ছলে
ও কাল ননদিনী গো থাকে গো ছাপাইয়া ।।
আমরা তো অবলা নারী আমরা কান্দিয়া পোষাই রজনী
ও প্রাণ চমকিয়া ওঠে গো প্রাণবন্ধের লাগিয়া ।।
ভাইবে রাধারমণ গো বলে আমার প্রেমানলে অঙ্গ জ্বলে
আমার জনম গেলো গো কান্দিয়া কান্দিয়া ।।