রাধারমণ দত্ত রচিত গান নং ৪০০

জল আনিতে দেইখে আইলাম গো সখি গৌরবরণ বাঁকা ।
এগো কি কুক্ষণে শ্যামের সনে হইলো আমার দেখা ।।
হস্তে শ্যামের মোহন বাঁশি গো শিরে মোহন চূড়া
এগো কাঁচা সোনা ঝিলমিল ঝিলমিল তনু খানি মাখা ।।
মনপ্রাণ নিলো শ্যামে গো শুধু দেহামাত্র একা
এগো মন ভোলানো রুপটি আমার
হৃদয় মাঝে আঁকা ।।
উপায় বল ও সজনী গৃহে দায় হইয়াছে থাকা
এগো পাখির মতন উইড়া যাইতাম থাকতো যদি পাখা ।।
ভাইবে রাধারমণ বলে তরা শোনরে প্রাণের সখা
এগো নিশাকালে শ্যামের সনে হইবো তোমার দেখা ।।