রাধারমণ দত্ত রচিত গান নং ৫৬

জুড়াতে প্রাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্রাণে
প্রাণে ব্যাথা প্রাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্রাণ ।।
প্রাণের কথা প্রাণে প্রাণে বুঝে কি সে আর প্রাণ বিনে
তাই সে আমি প্রাণের সনে মিশাতে চাই আমার প্রাণ ।
শ্রীরাধারমণের গান শুনো নাকি মহাপ্রাণ
প্রাণে করে আনচান কেমনে জুড়াই প্রাণ ।