রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫৫

বন্ধু বিনোদ শ্যামরায়
তোমার সঙ্গে দেখা হইলো প্রথম যমুনায়
সেই অবধি আমার প্রাণ কাড়িয়া নিলায় ।
আদরে আদরে বন্ধু বাড়াইয়া পিরিতি
পিরিতি করিয়া বন্ধু বাড়াইলায় দুর্গতি
ভেবে রাধারমণ বলে রে মনেতে ভাবিয়া
আমি ঘরে বসত না করিতাম আমি থাকতাম কদমতলায় ।।