রাধারমণ দত্ত রচিত গান নং ৭০৫

জীবনে বাসনা ছিলো কৃষ্ণ সঙ্গে মিলিতে
পাইলাম না দেখাই তার জীবন থাকিতে
বন্ধু ও বন্ধুরে পাইলাম না দেখা তার জীবন থাকিতে
দেখার পিরীতি এতেক জ্বালা মইলে না ফুরায়
যদি তারে পাইতাম বন্ধু আমার জীবন কালে
তবে আমি থাকতাম বসি জীবন সাগর কুলে
ভেইবে রাধারমণ বলে না পাই বসতি
স্বরুপে প্রকাশ দাও দেখাও মুরতি ।।