সখি করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে
না পাইলাম শ্যামরায় ।
ঘর সংসার সবই ছিলো পরবাসী তার দায়
জীবন যৌবন গেলো এখন করি কি উপায় ।
তার সনে করি সম্বন্ধ গোকুলের লোক বলে মন্দ
ভাইবন্ধু সবই পর এখন আমার কেউ নয় ।
ভাবিয়া রাধারমণ বলে ঠেকিলাম উল্টা কলে
সব খোয়াইলাম প্রেমচালে তবু না পাইলাম তায় ।।