শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
আর বাজিও নারে ।।
বাঁশি রে তুই একী করলে আমার কুলধর্ম নষ্ট করলে
দোষী করলে এ গোকুলে জানে সকলে
বাঁশি নিষেধ দিলে নিষেধ বাঁধা মানে নারে ।।
শাশুড়ি ননদী ঘরে লাঞ্ছনা দেয় সদায় মোরে
দোষী করলে ঘরে বাইরে এ ব্রজপুরে
কলঙ্কিনীর কলঙ্কী নাম গেলো না রে ।।
ভাইবে রাধারমণ বলে
বাঁশির দোষ নাই কোনো কালে
যার হাতে থাকে বাঁশি তার কথা বলে
আরে রসিক বিনে রসের বাঁশি বুঝেনা রে ।।