নইদের চাঁন দয়াল গৌর হে তোমায় পাবার আর কতদিন বাকী ।।
একদিন তো না দিলায় দেখা জন্মাবধি তোমায় ডাকি ।।
যখন ছিলাম মার উদরে কতই না বলছিলায় তোমারে
ভবে আইসে হবে দেখাদেখি ।
আমারে পাঠাইয়া ভবে তুমি কোথায় ছিলায় লুকি ।।
জন্ম নিয়ে ভূমণ্ডলে মুনিষ্যি উত্তম কূলে
গৌর বলে মন কাঁদেনা মন পাখি
তুমি থাকো তোমার ভাবে আমার ভাবে আমি থাকি ।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
তোমায় ভুলে আর কতকাল থাকি
আমার মনে এই বাসনা যুগল চরণ সেবায় থাকি ।।