তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্রাস
মরণকালে কাল গণি
আশ্চর্য তোমার লীলা গিরিগর্ভে জপমালা
প্রকাশিত ভক্তির কাহিনী।
অপার ভবের পাড়ি জীর্ণতরী কি তরি
ডুবে মরি সাঁতার না জানি।
আমি যদি মরি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ রহিবে অবনী।।
তরঙ্গ আকুল নদী তুমি পার কর যদি
সাঁতার দিয়াছি নাম শুনি
দুর্গা মামে দুঃখ যায় অন্ত যেন কৃষ্ণ পায়
রাধারমণের এ বাণী।।