রাধারমণ দত্ত রচিত গান নং ৭০৯

তোরা বল গো সখিগণ, চিন্তা কীসে হয় বারণ ।
চিন্তা রোগের ঔষধ যাইয়ে কর অন্বেষণ ।।
শীঘ্র করিয়ে আন গো ঔষধ, নইলে আমার প্রাণ যায় ।
রাধারমণ বলে আমার প্রাণ যাবার কালে ।।
কৃষ্ণ নাম লেখিয়া দিও আমার কপালে ।
বঞ্চিত করিওনা আমায় ধরি তব রাঙা পায় ।।