সখি আমার কি জ্বালা গো হইলো
কৃষ্ণ প্রেমে অঙ্গ দহিলো ।।
প্রাণ সই সরল প্রেমে দাগা দিলো ।।
প্রেম কর গো ব্রজ মাইয়া প্রেম কর মানুষ চাইয়া
প্রাণ সই আঁখির টানে মন হরিয়া নিলো ।।
প্রেম করে হইলাম কুলটা লোকে মোরে দেয় খোটা
প্রাণ সই এই পিরীতে মন মজিলো ।।
প্রেমানলে অঙ্গ জ্বলে ভাইবে রাধারমণ বলে
প্রাণ সই জীবন থেকে মরণ ভালো ।।