রাধারমণ দত্ত রচিত গান নং ১০৩

মনের আনন্দে ব্রজধামে চল রে ভাই হরি হরি বল ।।
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পথেরই সম্বল রে
হৃদয় পিঞ্জিরার পাখি রাধাকৃষ্ণ বল ভাই রে
মনপাখি উড়ে গেলে সকলই আন্ধাইর রে ।
যোগীঋষি শিব সন্ন্যাসী ঐ নাম জপে নিরবধি রে
নামে ভইজে কালী শ্মশানবাসী নামেতে পাগল রে ।
হরি নামের দিয়ে ডঙ্কা পার হবে ভব খেওয়া
হরিনাম যে তরণী নৌকা শ্রীরাধারমণ গায় রে ।।