রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮৭

কি করিবো কোথায় যাবো বিরহে প্রাণ সহেনা
আশা দিয়ে গেলো শ্যাম ফিরিয়া আইলো না ।।
মনপ্রাণ সপিয়া দিলাম না রইলাম আপনা
মনপ্রাণ হরিয়া নিয়া ফিরিয়া বন্ধু আইলো না
প্রেম বাড়াইয়া কঠিন হওয়া কোন শাস্ত্রে দেখি না ।
প্রেম জ্বালা বিষম জ্বালা সে জ্বালা তো সহেনা ।
সোনার কমল ফুটিয়া রইছে সরোবরে দেখ না
কত ভ্রমর মধু লোটে আমার কেবল কান্দনা ।
বহুদিন উপবাসী ক্ষুধানলে বাঁচি না
পাক করিয়া বসিয়া রইলাম কেন করো ছলনা ।
ফুল বিছানা বাসি হলো মশার কামড় তাড়না
দুক্ষে আমার বৃষ্টি ঝরে কেবল তুমি শোনো না ।
আনন্দেরই গাছতলাতে সদায় থাকতে বাসনা
দয়াল বলিয়া নামটি শুনি দয়ার কিছু দেখিনা ।
ভাবিয়া রাধারমণ বলে কত করি ভাবনা
সবে দয়া পাইলো তোমার আমার শুধু লাঞ্ছনা ।।