রাধারমণ দত্ত রচিত গান নং ৩০৬

আমার অবশ কইলো প্রাণী গো শুনিয়া বংশী ধ্বনি ।।
আমি জল সিচিয়া জলে গেলাম গো, না শুইনে শাশুড়ির বাণী
আমার বাদী হইলো কালননদী ।।
কে কে যাবে জল আনিতে তোরা আয় গো সজনী
এগো বিনা সুতে গেঁথে মালা গো আমি সাজাইবো হৃদয়মণি
আমার অবলার পরাণি ।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফনী
জাতি কূলমান সবই গেলো গো সবে বলে অপমানি
কূলনাশা বাঁশির ধ্বনি ।।
অঙ্গ আমার বারবার দংশিয়াছে ফণী
জাতি কূলমান সবই গেলো গো সবে বলে অপমানী
কুলনাশা বাঁশির ধ্বনি ।।
ভাইবে রাধারমণ বলে শোন গো সজনী
তোরা আমায় নিয়ে ব্রজে চল হেরবো রাঙা চরণখানি
কৃষ্ণপ্রেমের কাঙালিনী ।।