আমি ডাকছি কাতরে
উদয় হওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
তোমার ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে
তোমার পানেরই ভরা পাইয়া না পাই কুল কিনারা
ভবনদীর বিষম পাড়ি নাই তরণী নাই কান্ডারী
আমারে পার করো হে দয়াল হরি কেশেতে ধইরে
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
ভাই রে নিধিরামের এ বাসনা রইলো শ্যামের চরণতলে ।