বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি তোমারে করি রে মানা ।
তুমি নাম ধরিয়া সদায় ডাকো আমার ঘরে আছে গুরুজনা ।।
আমার শাশুড়ি ননদী ঘরে সদায় রে করে ঘোষণা ।
তুমি জাইনে কি জানোনা বাঁশি আমি পরার ঘরে পরাধীনা ।।
তুমি বাঁশিতে পুরিয়া মধু আকুল করো কুলবধূ তুমি জাইনে জানো না ।
ভাইবে রাধারমণ বলে নিরলে পাইলে আমি তারে বলবো দুঃখ
হৃদয় খুলে পুরাবো মনের বাসনা ।।