গৌর এ যে প্রেম করিলো যে রসে কেউ ডুবে না ।।
শ্রীরুপাদি ছয় গোস্বামী চন্ডীদাস আর রজকিনী ।
পাঁচ রসিকের জানা ।।
নামেতে প্রেম অনুপাম দিয়ারে গৌর রাধাভাবে মগনা ।।
স্বরুপ রামানন্দ চিনেছে প্রভুর মর্ম কেউ তো বুঝে না ।।
গৌর পদপঙ্কজে মজো রে রাধারমণের এই কামনা ।।