রাধারমণ দত্ত রচিত গান নং ৫৭১

বলে না ছিলাম গো পিয়ারী অ তুই পিরীত করিছ না
পিরীতি বিষম জ্বালা প্রাণে তো বাঁচবি না ।।
বনে থাকে ধেনু রাখে শ্যামকালিয়া সোনা
অবলা রমণীর মরম রাখালে জানে না ।।
কতই না বুঝাইয়াছিলাম শুনেও শুনলে না
নয়নের জল হইলো সম্বল সার হইলো ভাবনা ।।
রাধারমণ বলে প্রেম করিলে পাইতে হয় লাঞ্ছনা
তাই ভাবিয়া প্রেম না করিয়া আছে বা কয়জনা ।।