এ প্রাণসখি ললিতে কি জন্য আসিলাম কুঞ্জেতে ।।
কেন বা মুই কুঞ্জে আইলাম বৃথা আমি বসে রইলাম শ্যাম বন্ধের আশাতে ।
রজনী প্রভাত হইলো কুঞ্জে বন্ধু না আসিলো
নেও গো ধরো ফুলের মালা ভাসাই দেও নি জলেতে ।।
ভাবিয়া রাধারমণ বলে বড়ই দুঃখ রইলো দিলে
নেও গো ধরো রত্নমালা পরাইও বন্ধুর গলেতে ।।