পিরিত করলে কি কেউ ছাড়ে গো যতনে রাখিও তারে পিরিতি পিঞ্জিরার পাখি ছুটলে কি আর মিলে ফুল চন্দন তুলসী দিয়া রাখিও যতনে । রমণচান্দে বলে সখা কি ভাবছো মনেতে কর্মদোষে মজলোনা মন শ্যাম বন্ধের পিরিতে ।