রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬০

রস ছাড়া রসিক মিলে না জল ছাড়া মীনের জীবের মরণ
রসিক চাইয়া ডুবল রাধার মন।
সখী গো যে ঘাটে জল ভরতে গেলাম
সে ঘাটে ইংরেজের কল
এগো কলসীর মুখে ঢাকনি দিয়ে সন্ধানে ভরিব জল।।
সখী গো দলে দলে অষ্টদলে শতদলে বৃন্দাবন
এগো কুন ফুলেতে ব্রহ্মাবিষ্ণু প্রেমের গুরু মহাজন
এগো দস্তা পিতল একই রকম মিশেনা গো কী কারণ
এগো সোনায় সোহাগা মিশে মন মিশেনা কি কারণ
রসিক চাইয়া ডুবল রাধারমণ।।