এই মহামায়া যুগল মালা লীলা ব্রজপুরে।
ঐ মাখন চুরি করিয়ে আয় গোপী ঘরে।।
জগৎ মাতৃ জগৎ ধাত্রী বিদিত সংসারে।
এসে অবনীতে জীব তরাইতে গিরিরাজপুরে।।
মা গো দশভূজা অতিশয় তেজা ভুবন আলো করে।
সবাই সমান নাথি অন্য জ্ঞান ভুবন মাঝারে।।
মার কোলতল অতি সুশীতল জননী উদরে।
রাধারমণ বলে বিপদকালে ডাকি তোমারে।।
দীনে দয়া কর মনদুঃখ হর বস গো কাতারে
শ্রীহরি শ্রীহরি নামে যাত্রা করি যাব ব্রজপুরে।।