হরি বল রে বদনে শ্রবণে শুনরে কৃষ্ণ নাম
ত্বরা পূর্ণ হবে মনস্কাম।।
মন রে হরিনাম প্রভুর মর্ম
ধন্য কলিকালে ছয় গোস্বামীর ধর্ম
তারা হইয়ে জিতে মরা সাধিয়া গেছে অধর ধরা
রসিকের করণ বিষয় জীবন ডুইবে থাকা অভিরাম।।
মন রে নামের মূল্য চৈতন্য দেশে
শ্রবণাদি চৌষট্ট্যাঙ্গ ভক্তিরসে
বাড়ে ভক্তি কল্পলতা
অনুরাগ ভালোভাবে পাতা
ভক্তি লতায় প্রেমের কলি ফুল ফুটে তার অবিরাম।।
অজপাতে রেল বসাইয়ে
নামের গাড়ি নিষ্ঠা চাকে যোগান দিয়ে
চালায় নিঃশ্বাসের ইঞ্জিন পাপের কয়লায় কামের আগুন
শ্রীরাধারমণে বলে অত জলে সাঙ্গ হরেকৃষ্ণ নাম।।