রাধারমণ দত্ত রচিত গান নং ৪৯৩

যে গুণে তুষিবো শ্যামের মন আর আমার সে গুণ নাই ।
বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই ।
জাতি কুলমান যৌবন দিয়ে মন নাহি পাই ।।
রুপ গুণ যশ প্রেম রঙ্গরস মনপ্রাণ সপিয়া হইলেম কাঙালিনী
লোকে কানাকানি কইরে বলে আমায় কলঙ্কিনী রাই ।।
সুখদুঃখ যত ত্যাগি সার কইরাছি শ্যামরায়
রাধারমণ করে আকিঞ্চন অন্তে যেন পাই ।।