তোরা শোন গো ললিতা সই
গহন কাননে বাঁশি বাজে কই
এগো অসময়ে বাজায় বাঁশি হায় গো
আমি এত জ্বালা কত সই ।।
শুইনে মুরলীর ধ্বনি আমার উড়িয়া যায় প্রাণী
নিরলে বসিয়া বন্ধে বাজায় বাঁশি কই
এগো বাঁশির স্বরে রইতে নারি হায় গো
আমি কেমনে স্বগৃহে রই ।।
ত্বরা লও গো গাগরী আমার সহেনা দেরী
জলের ঘাটে একাকীনি ডুবিয়ে মরি ।
এগো বাঁশির স্বরে প্রাণ বাঁচেনা হায় গো
আমার মন করে উচাটন ।
ভাবিয়া রমণ বলে শোন গো সকলে
জলে গেলে প্রেমডোরে বানবো গো তরারে ।।