রাধারমণ দত্ত রচিত গান নং ৪২৯

নবীন নীরদ শ্যাম লাগলো নয়নে গো
নিরুপম রুপমাধুরী পীত বসনে ।
মনোহর নটবর ত্রিভঙ্গ ভঙ্গিমে
শিরে শিখিপাখা শোভে বংশীবদনে ।
নয়নে লাগলো রুপ হানলো পরাণে
পাশরা না যায় রুপ শয়নে স্বপনে ।
নয়নে নয়নে দেখা হইলো যেদিনে
সে অবধি প্রেমাঙ্কুরে শ্রীরাধারমণে ।।