প্রাণবন্ধু কালিয়া আইলো না শ্যাম কি দোষ পাইয়া
ও বড় লজ্জা পাইলাম কুঞ্জেতে আসিয়া ।।
প্রাণবন্ধু আসবে করি দুয়ারে না দিলাম দড়ি
ওগো আইলোনা শ্যাম নিশি যায় পোহাইয়া ।।
বুঝি কোন রমণীয়ে পাইয়া রাখিয়াছে শ্যাম ভুলাইয়া
এগো রহিয়াছে শ্যাম আমারে ভুলিয়া ।।
গাঁথিয়া বনফুলের মালা, মালায় হইলো দ্বিগুণ জ্বালা
ও মালা দিতাম গিয়া জলেতে ভাসাইয়া ।।
মনে বড়ই আশা করি আইলা না শ্যাম বংশীধারী
রাখিতাম চুয়া চন্দন কটরায় ভরিয়া ।।
ভাবিয়া রাধারমণ বলে রাধার প্রেমানলে অঙ্গ জ্বলে
দুইটি নয়ন জলে বুক তো যায় ভাসিয়া ।।