শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
না পুরিলো মনের দুরাশা ।
বনভূমি হইলো কালো কালো মেঘে আচ্ছাদিলো
কোথা বন্ধু না পাই তার দিশা ।।
কদম্বে কি বংশী বটে মনে লয় আছে নিকটে
শ্যাম বন্ধে লাগে মোর নাসা ।।
জলের ছলনা করি পথে নি বন্ধুরে হেরি
আজ ভালে না পুরিলো আশা ।।
কলসে ভরিয়া জল শিঘ্র সখি গৃহে চল
আশা পথে হইলাম নিরাশা ।।
শ্রীরাধারমণে কহে মোর মনে হেন লয়ে
নয় সে কাল কুলনাশা ।।