আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে । এগো গৌরচরণ গৌরবরণ গৌররুপ নেহারে গো । গৌরাচাঁন্দের রুপ মাধুরী না হেরিলে প্রাণে মরি তারে দেখলে বাঁচি নইলে বাঁচিনা গৌর বিনে । ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা আমার মনে গো আমার মনে লয় তার দাসী হইয়া রইতাম রাঙা পায়ে ।