রাধারমণ দত্ত রচিত গান নং ৩৯৬

চল গো সখি জল আনিতে
গিয়ে যমুনায় জলের ছায়ায়
কদম্ব তলায় প্রেম খেলিতে ।।
আমি প্রেমেরই পিয়াসী কাঁখে নিয়ে কলসী
হইলাম রওয়ানা জল ভরিতে ।
আমার মনেরই আশা বন্ধের ভালবাসা
খেলিতে পাশা কালারই সাথে ।
এমন পাষাণও মারিয়া প্রেমবাণো
ভুলিয়া রইলো কার কুঞ্জেতে ।
আমার যৌবন হলো শেষ প্রাণবন্ধু বিদেশ
ঝাপ দিবো এখন যমুনার জলেতে ।
আমার মরণকালে তোরা সবে মিলে
যমুনারই জলে যাইও আমার সাথে ।
আমার জিয়ন মরণ কয় রাধারমণ
সকলই অসার পাইলাম না তপস্যা করিতে ।।