রাধারমণ দত্ত রচিত গান নং ৫৩০

শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর বাজিলো কানে
প্রাণসই বাজলো বাঁশি গহীন কাননে ।।
নূতন বাঁশের বাঁশি নূতন বয়সের কালশশী
নূতন নূতন বাজাও বাঁশি বিষম সন্ধানে ।।
আমার মন হইয়াছে উন্মাদিনী
প্রাণে কি আর ধৈর্য মানে ।।
পুলিনে যমুনা ঘাটে
কদম্ব কি বংশীবটে
প্রাণে কি আর ধৈর্য মানে শ্রবণে
শ্রীরাধারমণের কথা পূর্ণ হবে কতদিনে ।।