বাঁশি কে বাজায় কে বাজায় ঐ ঘাটেতে শোনা যায়
চল গো ললিতা যমুনায় ।।
জল ভরতি যাইন গো রাধে ও সই কৃষ্ণের ঐ নদীয়ায়
এগো সাপিনী বাদিনী হইয়ে দংশিলে রাধার গায়
সাপের বিষ খাইয়ে রাধে পত্র লিখে মথুরায়
মইলাম মইলাম এগো সখি শ্যাম কালিয়ার ভঙ্গিমায় ।
সাপের বিষ ঝাড়িতে নামে প্রেমের বিষ উজান বায়
নাড়ি ধরি বলছে ওঝা এ বিষ তো সাপের নায় ।
ভাইবে রাধারমণ বলে প্রেম করা তো বিষম দায়
এখন ইন্দ্রমণি চন্দ্রমণি ঠেকছে শ্যামের লাঞ্ছনায় ।।