কদম্ব ডালেতে বইয়া কী সুন্দর বাজায় গো বাঁশি ।
বাঁশি সুরে হরিয়া নেয় পরাণি ।।
চল নাগরী লও গাগরী চল সবে তরাই করি বন্ধু দরশনে ।।
ব্রজপুরে ঘরে ঘরে যত সখিগণে যাইও নাগো বন্ধু দরশনে ।।
বেশভূষা চাইনা বলে মানের ভয় রাখিনা
আমি যদি লাগাল পাই কলসী ভাসাই গো জলে
প্রাণ বন্ধুরে লই গো কোলে
প্রাণ বন্ধুরে ছাড়বোনা প্রাণ গেলে ।
শোন এগো ব্রজ মাইয়া, প্রেম করিও মানুষ চাইয়া
লাউল প্রেমে রমণী রাই মইলো ।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
শীতল হয়না জল চন্দন দিলে ।।