রাধারমণ দত্ত রচিত গান নং ৬৭৭

ওরে আর কি গো মনে মনে
আর কতদিন কালার পিরীত রাখি গোপনে ।।
আর গোকুল নগরের মাঝে
শ্যামকলঙ্কী নামটি আমার কে না জানে ।।
ওরে বলুক বলুক লোকে মন্দ যার যত ছিলো মনে
আর বাঁশি বাজাবো প্রেমেরই সুরে
কোকিল কোকিলা তারা আইছইন গো বনে ।।
ওরে প্রেম শিখাইলো মাইর খাওয়াইলো খোটা রাখলো জগতে
নবগুণ বাঁশির টানে আমারে লইয়া চল বন্ধু যেখানে
আর কুলমান লজ্জা ভরম সব দিলাম তোর চরণে ।।
আর ভাবিয়া রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
ওরে পিরীত করি ছাইড়া যাইতে ধারা বহে দুই নয়নে ।