প্রাণ থাকিতে দেখি বন্ধু আসে কি না আসে
আসাপথে চাইয়া থাকি মনের অভিলাষে ।।
সখি গো দংশিয়া কালনাগে সেকি প্রাণে বাঁচে
সখি বিষে অঙ্গ জরজর বাঁচিবো কেমনে ।
থাকি গো সাজাইয়া ফুলের শয্যা বন্ধু আসবে বইলে
সোনা বন্ধু ভুইলা রইছেন চন্দ্রার কুঞ্জেতে ।
আসতো যদি প্রাণবন্ধু গো বসিতাম নিরলে
কহিতাম জন্মের দুঃখ ধরিয়া চরণে ।।
সখি গো ভাইবে রাধারমণ বলে শোন গো সকলে
আইনে দেখাও প্রাণবন্ধুরে জীবন থাকিতে গো ।।