আশা নি পুরাইবায় গুণমণি রে দীনের নাথ বন্ধু
আশা নি পুরাইবায় গুণমণি।।
ত্রিভুবন ভরমনা করি না পাইলে তোমারে
বাউল মনায় বিন্ধা করি ঘুরাস কত ঘুরনি রে।
আকাষ্ঠা কাষ্ঠের নৌকা মনুয়া যে কান্ডারী
হৃদনগরে আছে হাট হুস মাঝি বেপারী রে।
শিশুকালে দেখা দিয়া যৌবনকালে ঘুম
উদাসী করিলা দিয়া কুটানারকের চুম রে।
কামক্রোধ ছাড়ি দিয়া হইয়া আউল
আশাপূর্ণে দিশা রাখে রমণ বাউল রে।।