রাধারমণ দত্ত রচিত গান নং ১২৭

হরিনাম কইরাছি সার ধার ধারিনা শমন তোমার
হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার ।
আর কেউরির ঋণী নয় ঋণ কেবল শ্রীরাধার
করঙ্গ কপিন পইরে শুধবো রাধার ঋণের ধার ।
ভাইবে রাধারমণ বলে অসার সংসার
মনুষ্য দুর্লভ জনম না হইবো পুনর্বার ।।