ধর রে মন আমার বচন সাধুসঙ্গে কর বাস
কাম ক্রোধ লোভ মোহমদম্ভ সকলি হইবে নাশ
নিষ্কৈতবে প্রেম জ্যাম্বুনদ হেম দেহতরী হইলে নাশ
শান্ত দাস্য সখ্য বাৎসল্য মুখ্য মধুরে তাহার আশ
সাধিলে অটল ধরে প্রেমফল হইলে গুরুর দাস
একান্ত হইয়ে সাধন করিলে পূরিবে মনের আশ
না জানি সাধন না জানি ভজন কহয়ে রমণ দাস ।।